শ্রাবণের পূর্ণ  তিথিতে এসেছে সে লগ্ন
আজ মিলনের রাখী বন্ধন।
যুগ যুগ ধরে চলে আসা মঙ্গল কামনা
বহু খুঁজেও রাখী বন্ধনের উৎস মেলেনা।

রামায়ণেও আছে রাখী বন্ধনের চল
রাম পুষ্প রাখী বেঁধে বানিয়ে ছিল বানরদল।
মহাভারতেও আছে রাখীর চল
রাখী হয়েছিল দ্রৌপদীর ছিন্ন আঁচল।
এমনি শ্রাবণী পূর্ণিমাতে
ইন্দ্রানী বেঁধেছিল রাখী ইন্দ্রের হাতে।
অশুভ শক্তি করিতে দমন,
রাখী হয়েছিল কবচকুণ্ডল।
পুরান কাহিনীতেও আছে রাখীর প্রথা,
শ্যামের হস্তে বাঁধিত রাখী মা যশোদা।
শ্যামের মঙ্গল কামনায়
বাঁধিত রাখী শ্রাবনী পূর্ণিমায়।

এবার আসি ইতিহাসের পাতায়
রাখীর উল্লেখ আছে হুমায়ুনের জীবন গাঁথায়।
চিতরের রানী কর্ণাবতী ভাই সম্বোধনে
হুমায়ুনকে রাখী পাঠিয়ে  বেঁধে ছিল ভ্রাতৃত্বের বন্ধনে।
তাই আজও মেলেনা কবে হতে রাখীর প্রচলন,
চারি যুগে ধরে চলে আসে রাখী বন্ধন।

সালটা ছিলো ১৯০৫
ইংরেজ সরকার ফেলেছিল বঙ্গভঙ্গের বাজ।
বঙ্গভঙ্গ করিতে রোধ
রাখী করেছিল সকল ধর্মকে এক জোট।


এতো গেল অতীত
বর্তমানে রাখী সহভ্রাতৃত্বের ভীত।
বোন বাঁধে ভায়ের হাতে রাখী,
রাখী ধূলা দেয় যম তত্ত্বের আঁখী।
আজ শ্রাবণী পূর্ণিমায় রাখী বন্ধন,
রাখীর ইতিহাস করিলাম বর্ণন।