কেও কথা রাখেনি,
শান বাঁধানো রাস্তাটা বলেছিল,
বন্ধু বড় হও,
আমার ভাঙা বুকটা তোমায় দেখাব।
ডাস্টবিন আমায় বলেছিল,
বন্ধু বড় হও,
আমার জীবনের গল্প তোমায় শোনাব।
রাস্তার কাকটা বলেিছল,
ভাই সময়ের সাথে সাথে,
সবাই সবাইকে ভুলে যায়।
আমায় ভুলে গেছে,
শান বাঁধানে রাস্তা, ডাস্টবিন।
কেও কথা রাখেনি।
না, কেও কথা রাখেনি।
শব্দের যাদুতে যে ভূলিয়ে ছিল সব কিছু,
সেও কথা রাখেনি।
আসা দিয়ে ভাসা দিয়ে গড়া-
ভালোবাসাও কথা রাখেনি।
কেও কথা রাখেনি।
প্রিয়তমাও কথা রাখেনি।
শুধু কথা রেখেছে সময়,
সঙ্গ দিয়েছে সর্বক্ষন।
তাই তো আমি,
আজ বড় হয়েছি।
আমি কথা রেখেছি।
বন্ধু আমি কথা রেখেছি।
কিন্তু আমার জীবনে,
কেও কথা রাখেনি।