আসমানে শ্যামা বারিদ,
শ্যাম নয়ন রাধায় আকুল।
গুমোট চারি ধার,
বিরহ গড়েছে যমুনা কূল।
নীরদ বারি রূপে মিশে যমুনায়,
রাই নয়নে বিরহ অশ্রু যমুনার আঙ্গিনায়।
মুরলী ভূ- তলে পড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে,
নীরদ বারি মেখে, শ্যাম হৃদয় খোঁজে রাই।
শ্যাম নয়নে বারিদ মাঝে,
অশ্রু চোখে রাই।
অশ্রু বারি হয়ে ঝরে,
'বারি' শ্যাম নয়নে রাই।
শ্যামের ত্বরে কুন্তল লুটায়ে রাই,
কৃষ্ণ কৃষ্ণ করে যায়।
বারি বর্ষণে বিদ্যাুৎ চমকায়,
'বিদ্যাুৎ' চমকে শ্যাম, রাই-কে দেখিতে পাই।