যুক্তি তর্কের পথ আজ বন্ধ
অভিমানের অস্থিরতা হৃদয় জুড়ে
বোধ প্রকাশ ব্যার্থ
স্বার্থান্বেষী মনে অহংবোধের হুঙ্কার
চিবিয়ে খাই সম্পর্ক
লোভের করাল চোখ
বিসর্জন দিয়ে যাই বিবেক
প্রতিনিয়ত পাল্টে যাই তোমার রঙ
গিরগিটির মতো।
ভাষণ ভষ্মে ঘি ঢেলে
পুড়াও প্রতিনিয়ত আমায়
তারি ছাই মাখি নিরবে
কিন্তু মনের গভীরে দুরত্ব বাড়ে
বোধ হয় তাই আঁচের পরশ পাও না।
মানুষ হয়ে বাঁচা অধিকার সবার আছে,
বাঁচতে দাও আমায়
আমার যে সময়ের অগ্নিকুণ্ড চলে গেছে
তাতে কেন আজ আর ঘৃতাহুতি।
মিথ্যার খোলস সে তো অল্প স্থায়ী
ভাঙ্গা স্বপ্ন বেদনাময়
তোমার মুখে ভালোবাসা?
পুনরায় জাগো ভয়।
বর্তমানের কালো টোপে,
বিবেক হীনতা হাত ধরে ঝোপের ধারে
চুরি যাওয়া আলোই তোমরা সতী
আর চাইনা হারাতে জীবনের গতি।