চন্দ্রা
আমাই কি ভুলে গেছো?
একে বারেই কি ভুলে গেছো?
নিরঝুম বাস টপ
সময়ের স্রোতে আবার দেখা,
অপরিচিত বাস টপে।
পৃথিবীটা কত ছোট তাই না?
চার বছরের প্রদক্ষিণে আবার দেখা হল।
মনে আছে তোমার? চার আগে এসেছিলে
পলাশ রাঙা বিকালে
ছাতিম তলে
আমা হতে বিদায় নিতে।
আমি বলেছিলাম পৃথিবীটা বড্ড ছোট
ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে যাবে।
'এই দেখা শেষ দেখা নয়'।
দেখ, আবার দেখা হয়ে গেল,
চলমান স্রোতের ব্যস্ত দুপুরে।
কত পার্থক্য সেই বিকালের সাথে,
কত বদলে গেছ।
আজ কপালে লাল টিপ,
পরনে তসরের তাঁত
এ যেন হলুদের বুকে লালের টিকা,
খুব সুন্দর লাগছে তোমাই।

চেনা মানুষকে অপরিচিতের ভিড়ে দেখলে,
কতই না ভালো লাগে, তাই না?
প্রশ্ন করল চন্দ্রা
কেমন আছো?
ভালো আছি, ভালোই আছি।
আমার বাস এসেগেছে
উঠে বসলাম সিটে
আমার চারদিকটা ঘন কুয়াশাতে ঘিরেছে
সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে চন্দ্রা
হয়তো সময়ের ভিড়ে।