তোমার স্বপ্নরাজ্যের পাহাড় চুঁইয়ে ঝরে পড়া স্বর্ণসমৃদ্ধ ঝর্নার লোভে তোমার প্রেমিক সাজার ভান করার প্রকৌশল আয়ত্ত করতে চাই নি |
তোমায় খুব সুন্দর ভেবে তোমার রূপে নিজের পৌরুষ ঢেলে দিতেও তোমায় ভালোবাসি নি |
আর তোমায় ভালোবাসি নি শুধু আমার আঠারো বছর বয়সের দুরন্ত প্রাণশক্তি প্রমাণ করতে |
তোমায় যখন ভালোবেসেছি বেসেছিলাম সাদামাটা বিনা কারণেই |
না তোমার স্বর্ণাবয়ব, না তোমার প্রতি নিছক শরীরী টান না কোনো কিছুর মোহ,
ভালোবেসেছি শুধু ভালোবাসি বলেই |
আজ এত দিন পর যখন বুঝলাম তুমি মস্তিষ্ক-হৃদয়-স্মৃতিজুড়ে থাকার জন্যই এসেছিলে, হাতের রেখায় তোমাকে আটকে রাখার সামর্থ্য নেই তবুও ভালোবাসি তোমায় বিনা কারণেই |
তোমার বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত তাই আঁকড়ে ধরতে পিছপা হই নি স্রেফ বিনা কারণেই |
তুমি থাকো অন্য কারো সংসারে, আমি বরং ধরে রাখি তোমায় এ ফোকলা অন্তরে |
শুধু জেনে রাখো আরো বছর চল্লিশ পর যখন বুড়িয়ে যাবো, সত্যি যদি তখন কোনো বন্ধুর প্রয়োজন হয় আরো একবার হাতটা বাড়িয়ে দেখো- কথা দিচ্ছি সেদিনও একসাথেই সূর্যোদয় দেখবো আবার |