সখী, ভালোবাসা কারে কয় ?
স্বভাব কবির মতো বর্ণনা করা আমার তো সাধ্য নয় |

জাহ্নবী, তুমি কি জানো ভালোবাসা কারে কয় ?
আমি জানি লোক দেখানো আড়ম্বর আয়োজন না করেও ভালোবাসা ঠিকই হয় |

তুমি আমি কোথাও যাবার সময় আমাদের চার চাকার চলমান যানটির বাইরের বিশাল ব্যাপ্ত জগতকে এক  নিমেষে তোয়াক্কা না করে যে তোমার চোখে প্রশান্তি খুঁজি , সেটাই আমার কাছে ভালোবাসা ...

তুমি দুপুরে কাজের ফাঁকে কি খেলে কি খেলেনা সেটা নিয়ে যে চিন্তা করি সেটা আমার কাছে ভালোবাসা |

তুমি কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরলে বাড়ি না পৌঁছা অবধি সব কাজ ফেলে রেখে মোবাইলে চুপচাপ ও প্রান্তে বসে থেকে অনেক শ মাইল দূর থেকেও তোমায় বাড়ির পথে এগিয়ে  দিই সেটা আমার কাছে ভালোবাসা ...

প্রতি রাতে তুমি বিশ্রামের জন্য যে তাড়াতাড়ি কথা বন্ধ করে নিদ্রাহীন বিছানায় পাশ ফিরি বারবার একদিন তোমায় পাবো ভেবে সেটা আমার কাছে ভালোবাসা...

তোমার কাছে কি সংজ্ঞা আছে জাহ্নবী, ভালোবাসা কারে কয় ?
আমার কাছে ভালোবাসা মানে শুধু তোমাকেই চাওয়া আর তোমায় হারানোর ভয় ...