গলির শেষে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়ির...
ঝুলন্ত নকশা কাটা পর্দার আড়ালে,
চিলেকোটা থেকে বেড়িয়ে আসা চড়ুইটাও...
বুঝি প্রহর গুনছিল তোমার আকস্মিক পদচারণার |
মেঘের অন্তরালে লুকোনো সূর্য্যিমামা..
মাঝে মাঝেই উঁকি দিয়ে জানান দিচ্ছিল নিজ শৌর্যের,
রাজপথের ব্যারিকেডে সিগন্যালের প্রতীক্ষমান গাড়ির সাইরেনে...
ভেসে আসছিল তোমার প্রায় পৌঁছে যাবার বার্তা |
হঠাৎ আকস্মিক হাঁকডাকে ঘোর ভাঙ্গল ,
তুমি এলে স্ট্রেচারে শুয়ে অলসভঙ্গীতে লালসাদা ঘোমটায়...
থমকে গেল কর্মঠ মূহুর্ত একলহমায় সময়ের প্রতারণায়,
বুকের গহনে ক্ষত থেকে অবিরত রক্তপাতের শেষেও...
শেষ হলনা প্রতীক্ষা বহু আকাঙ্খিত তোমার কন্ঠ শোনার-
চেয়ে দেখো,আমি ফিরে এসেছি |