বিদ্রোহের আগুন থেকে জন্ম আমার,
স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য...
লাল রক্তে আমার শৈশব স্নাত,
আমি নির্ভীক বাঙালী সৈন্য |
আমার ছেলেবেলা শংকিত হানাবাজের হুঙ্কারে,
স্বজন হারানোর ভয়ে ম্লান...
পিতামাতার লাশের উপর দিয়েছি হামাগুড়ি,
শীতল রক্তগঙ্গায় সেরেছি পুণ্যস্নান |
যৌবন কেটেছে উগ্র বারুদের গন্ধে,
বয়েছি কাঁধে  প্রেমিকার লাশ...
মৃত্যুভয়ে ঘরছাড়া উন্মাদ আমি...
কাটিয়েছি  দুর্ভিক্ষের ক্ষুধার মাস |
বৃদ্ধবেলায় লাঠি আমার বড় অসহায় ,
মর্টারে হারানো হাতের অভাবে,
তবু কন্ঠে ঝরে বিদ্রোহের সুর,
রক্তের পিপাসা মেটানোর স্বভাবে |
বিজয় দিবস আবার ১৬ ডিসেম্বর,
আপামর বাঙালীর প্রাণ হবে ধন্য,
শেখ মুজিবের স্বাধীনতা খুঁজে শান্তি...
যশোর রোডের অবশিষ্ট আগামীর জন্য |