তোমার জন্য আমি নিকৃষ্ট,
আমার তুমি রাতপরীর ঘুম,
আমার কাছে ফেব্রুয়ারী যুদ্ধের...
তোমার জন্যে প্রেমের মরসুম |

তোমার প্রিয় আহ্লাদি স্মৃতিকুঞ্জ,
আমার প্রিয় ছোট্ট কুঁড়ে...
তোমার সুখ পাঁচতারা রেস্তোরায়,
আমার সুখ স্বাধীন ভোরে।

তোমার পছন্দ ভীষণ যুগোপযোগী,
আমার আমিতে ভীষণ অভিমানী,
তোমার আঁচলে রঙ জোগায়,
আমার বিদ্ধ বুকের রক্তখানি |

তোমার দৃষ্টি হিমালয় শিখরে,
আমার ভাবনা মারিয়ানা খাদে,
আমায় ভাবো আঁধার বলে,
তোমার মুখটা খুঁজি চাঁদে |

তোমার চাওয়া পার্থিব সুখ,
আমার তোমায় পাওয়ার বালাই,
ইহজন্মে হয়তো হলোনা পাওয়া...
মৃত্যুর পরেও তোমাকেই চাই।