বিস্মিত চোখে দেখবো বলে অবাক পৃথিবী...
না ঘুমিয়ে তারার রঙে আঁকি রাত ছবি,
আঁধার আকাশে নিশির প্রহরে মেঘেদের সারি,
ঘর ছেড়ে নতুন গন্তব্যে রোজ দেই পাড়ি |
দূর দূরান্তে পাহাড়ি টংয়ে কুপোবাতির আলো..
পার করে রাতের আঁধার সরায় চোখের কালো,
দেখতে জানলে রাতেও পথ ভালোই দেখা যায়..
নইলে সে পথ সূর্যের আলোয়ও দিব্যি হারিয়ে যায় |
গ্রীষ্মরাতে চার দেয়ালের উত্তাপে হাঁসফাঁস মন,
গন্ডী ছেড়ে আকাশের নীচে খুঁজে নেয় জীবন,
রাতশেষে দিনের আলোয় ক্ষুধা নিবৃত্তির বালাই,
দিনশেষে কলম হাতে চাঁদ গিলে খাই |
পাহাড়চূড়ার ধারে বসে রাত্রির শীতলতা চাই,
তরঙ্গিনীর কলতানের ছোঁয়া ক্লান্ত বুকে পাই...
হিসেব কষি কবে পাবো সুখ মুক্তির চাবি,
তার আগে বিস্ময়ে দেখে যাবো অবাক পৃথিবী...