সভ্যতার নির্দয় চাকায় কখনো তারা পিষে মরে,
কখনো সভ্যতার গোঁড়ামিতে তারাই বজ্রাঘাত করে,
প্রগতি আগলে রাখে টাইফুন বুকে খুব যত্নে বাহুডোরে,
রোদ-বৃষ্টি-ঝড়ে দেখো মাটির সন্তানরা কাজ করে |
ইতিহাস পাতায় অমরত্বের গাঁথা শুনি তাজমহল, কুতুবমিনারে,
অজান্তে সেখানেও নিঃশব্দে কতো শ্রমিকের রক্ত ঝরে,
ধর্ম বাঁচে সময় সময় হাজার মন্দির-গির্জা-মসজিদ গড়ে,
তারও পিছে লুকিয়ে গোপনে অন্য ধর্মের শ্রমিক মরে |
ভারত লুটে হুন-মঙ্গোল-বৃটিশ বারবার অতিথির বেশ ধরে,
সেই রুগ্ন ভারত আবার সাজে শ্রমিকেরই মাথায় চড়ে,
খালি পেটে স্বপ্ন বারণ এ বিশ্বাসে আধপেটা উনুন চড়ে,
তবু সবার স্বপ্ন বাঁচায় তারা মাঠেঘাটে কাজ করে |
রাজার সন্তান ঘরে ফেরে অর্জুনের মতো দিগ্বিজয় সেরে,
ভারতমায়ের প্রিয় সন্তান দেহ লুটায় রেললাইনে পড়ে,
মহামারী শেষেও সাজবে দেশ তাদের খুন আর ঘামের জোরে,
সুস্থ পৃথিবীতে ফোটাবে  হাসি তারাই নিরলস কাজ করে |

প্রকাশিত-মনুতট ম্যাগাজিন |