তোমার শহরতলি ছাড়িয়ে মেঘের দেশে নিরুদ্দেশ হবার অভ্যেস আজও রয়ে গেলো ভীষণ...
আমি একা পৃথিবীতে দাঁড়িয়ে সেই দুহাত নাড়িয়ে বিদায় সম্ভাষণেই অভ্যস্থ |
কোনোদিন বলেছো মেঘকে,জানিয়েছো তোমার এই মর্জিমাফিক পালানোর কথা?
নাকি মেঘকেও করে তুলেছো পাগল আমার মতো তোমার নস্যিমাখা প্রেম নেশায়,
কোনোদিন বেচারা মেঘ হঠাৎ জানবে তোমার এ ভীষণ প্রতারণার কথা...
জেনো সেদিন খুব বিদ্রোহ হবে আকাশে,ভীষণ ঝড় হবে বাতাসে,
উল্টে পাল্টে ভেঙ্গে চুরে যাবে তোমার এই অহংকারের পৃথিবী...
সেদিন পারবে তো সান্ত্বনা দিয়ে বলতে- তুমি ভালো থেকো একগুচ্ছ সবুজ..