পরজন্মে বিশ্বাস আছে বলেই ভালোবাসা মরে না,
হৃদয় ক্ষতবিক্ষত হলেও...
সময়ের অভাবে প্রেমিকাকে সর্বস্ব উজাড় করে ভালোবাসতে না পারলেও,
একটি নিখাদ বিশ্বাস মনের গহীনে উঁকি মেরে সান্ত্বনা দেয়-
হে বন্ধু, আত্মার মতো প্রেমও অমর |
আবার দেখা হবে দুজনার,
হয়তো মানুষ বা অন্য কোনো রূপে,
হয়তো চলতি পথে ট্রাম বা বাসে ...
হয়তো কোনো ভিড়-ঠাঁসা স্টেডিয়ামে,
অথবা হয়তো কোনো ফুলের বাগানে |
বিধাতাই লিখে রাখেন প্রেমিকের বিধিলিখন-
বিরহ ক্ষণিকের প্রেম যুগান্তরের,
তাই এক জন্মের ভালোবাসা অপূর্ণতা বাড়িয়ে তুলে-
ছোটো ছোটো মূহুর্তগুলি স্মৃতির ট্রামলাইন জুড়ে থাকে,
ক্ষণিকের বিচ্ছেদ গড়ে তুলে অশ্রুর পাহাড় ...
চোখে ঠোঁটে গালে লেগে থাকে ভ্রান্তির চিহ্ন,
উদাসী হাওয়া জুড়ে বয়ে যায় রাগিনীর লয়,
প্রত্যাশা আহত হয় জীবনের চড়াই উৎরাই-এ,
তবু মন ভালোবাসে -
পরজন্মে অমরত্বের আশায় |