আমি বলেছিলাম খোলা আকাশ খুব পছন্দ আমার-
বুঝোনি আমি রাখডাক নয়, বরং সম্পর্কের ব্যাপ্তি চাই;
বলেছিলাম আমার খুব প্রিয় তোমার মিষ্টি মুখে চওড়া হাসি,
বুঝোনি তবু আমার আনন্দ তোমার খুশিতেই খুঁজে পাই...
বলেছিলাম দিগন্তরেখা বরাবর হিমালয় ঘেঁষে ঘর বাঁধবো,
বুঝোনি তোমায় নিয়ে সে ঘরে স্বপ্নের সুখ বাঁধি বরাবর ,
বলেছিলাম তোমার কানের দুল হবো ভারী ইচ্ছে আমার,
হায় বুঝোনি তাও তোমায় ঘিরেই বাঁধি ইচ্ছে সোপানে আড়ম্বর |
বলেছিলাম বৃদ্ধ বুকে রেখে দিয়ে মাথা শুনো তুমি হিয়ার স্পন্দন,
বুঝোনি সে আমার শপথ পাশে থেকে যাবার অবেলায়ও বেলাশেষে...
বলেছিলাম তোমার আমার মাঝে থাকবে না কোনো তৃতীয় কেউ...
তবু আঁচ করোনি আমার ইচ্ছে থাকতে চাই তোমার ঘামভেজা গা- ঘেঁষে |
বলেছিলাম তোমার আমার পৃথিবীটা হোক সীমাহীন বিশাল,
বুঝোনি তবু সে বিশাল আকাশে তুমি হবে চাঁদ আমি জোছনার তারা,
বলেছিলাম তোমার জন্য পাড়ি দিতে পারি যে কোনো পথ,
বুঝোনি তবু ভালোবাসে তোমায় আমি কতখানি পাগলপারা |
বলেছিলাম তোমার মন প্রাণ জুড়ে শুধু থাকবো আমি ভরে,
বুঝোনি ভালোবাসি বলেই এ আমার তোমায় হারিয়ে ফেলার ভয়,
বলেছিলাম আঘাতে ক্ষতবিক্ষত বুক নিয়েও ভালোবাসবো তোমায়,
কিন্তু বুঝোনি তবু প্রেমিকরাও মানুষ তাদেরও তো অভিমান হয়...