এতোদিন যারে মেরেছি ধরেছি,
রেখেছি আটকে সোনার বাসায়,
আজ সে রাজা মুক্ত স্বাধীন...
আমি বন্দী ইটের খাঁচায় |
অলস সময় আমার কাটছে বড়ো,
অধরা স্বপ্ন চোখে ভাসে...
মুক্তি পেয়ে বিশাল ধরায় সেতো,
বন্দী দেখে আমায় হাসে |
বুঝিনি কোনোদিন তোমাদের যাতনা,
কাঁদিয়েছি কতো তর্জনী হেলনে,
ভিড় ঠেলে এগোই মরতে আজ...
থমকে দাঁড়াই বিবেকের স্খলনে |
কেড়েছি কতো নির্দোষ প্রাণ,
উপড়েছি কত গাছের শেকড়...
আজ আমি ভীষণ পর্যদুস্ত ,
ভাঙছে যখন সাজানো ঘর |
আজ খন্ডিত মিছে বড়াই,
মানুষ হয়ে জন্ম নেবার..
পৃথিবীটা শুধু মানুষের নয়,
অবহেলিত প্রকৃতির সন্তান সবার |
(প্রকাশিত- ম্যাগাজিন "বুলি" )