তোমার কাজলে মিশেছে আমার আমিত্ব,
যখনই আড়চোখে দিয়েছো সায়...
তোমায় পাবার আস্পর্ধা হয়েছে অধিকারবোধ,
বর্ণালী, তোমার প্রভাতী আভায় |

বিরহের সুর পেয়েছে মিলনের ছন্দ,
খুঁজেছে মন প্রিয় গানটার মানে...
ফাঁকা ক্যানভাসে ভরেছে মনের রঙ,
অচেনা এক রং তুলির টানে |

আঁধারে পথ হাতড়ানো আমার হাতখানি,
তোমার ঝাঁড়বাতির আলোতেই রেখো,
নাম যাই হোক বর্ণালী বা তুলি,
আমার কাছে প্রিয় নাম জাহ্নবী হয়েই থেকো...