রক্তলেখায় লিখি যত অমর প্রেমের কাহন,
রক্তচক্ষু উঁকি মারে কঠোর রাজ শাসন...
উপেক্ষা করে বজ্রঝড় পথে এগোই যতো,
পড়ে থাকে বিবেক বুদ্ধি একাকীত্বে ততো...
ঝড় ঝাপটা সামলে আমার উচ্চশিরের তাগিদ,
শক্তিধরের চালে দিকভ্রষ্ট আমি এক নাবিক,
হাত হাতড়ে দাঁড় ধরে নতুন পথ চাই,
শুধু চাই পথ দেখান আমার প্রিয় বিধাতাই |
একটা প্রলয় বুঝি ভীষণ দরকার পৃথিবীটা জুড়ে,
অসত্য সব নিপাত যাবে রাতের শেষে ভোরে,
সমান হবে মানুষেরা মুছবে মাৎস্যায়নের নীতি,
কবিরা লিখবে প্রেমের কাব্য বাউলরা মানব গীতি...
(প্রকাশিত- ম্যাগাজিন মিলনানন্দ)