যত্নে রেখেছি জমানো চিঠিগুলো নীল খামে ,
যেখানে তোমার ভালোবাসা মিশে আছে...
তুমি ফেলে দিও ছিঁড়ে ছোঁয়া সেতারের তারগুলো,
যেখানে সময়ের ব্যবধানে আমার স্মৃতিগুলো মুছে গেছে ...
বসন্ত হারিয়ে রং আজ ধূসর গ্রীষ্মের আড়ালে,
চুপিসারে বলে যায় না পাওয়া কষ্টের গল্প..
কর্তব্যের আবডালে বাসনা হত্যা করে...
প্রতিরাতে চলে বেঁচে থাকার কসরত অল্প |
আজও মন খুঁজে বেড়ায় নিঃশব্দে হারানো ব্যর্থ সময়,
যখন ব্যতিব্যস্ত শৈশব ভিড়েছিল ভুলে ভরা কৈশোরের ঘাটে...
বড় হবার সব চেষ্টা আড়ম্বর ছিল ক্ষণিকের ভ্রম,
আসল খুশি অজান্তে ফেলে এসেছি কখন স্কুলের ঐ সবুজ মাঠে ...
মোহময়ী চাঁদ নিয়ে কল্পনা মাথায় ভর করে না আর,
বরং রোজকার বিরক্তিকর নাটকের মাঝে শ্রান্ত দেহ খুঁজে স্বস্তি অবিরাম,
রাতপরীর কল্পনার চেয়ে বেশি জীবন্ত ক্ষুধার জ্বালা  বুঝেছি যেদিন...
বেঁচে থাকার গান বেচে মিটিয়েছি এক টুকরো রুটির দাম |