সময়ের আষ্টেপৃষ্টে লতার মতো জড়িয়ে থাকে,
আমার নিঃসঙ্গ বেলাভূমি |
প্রতি রাতেই রক্তাক্ত হয় তার হৃদয়...
তোমার খোবলে খাওয়ার শরীরের রক্তে |
তার ওপাশে বোকা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে,
আমার পুরুষত্বের মেকি অহঙ্কার |


প্রকাশিত- দৈনিক আলাপ