ভীষণ উষ্ণ দিনের শেষে ধীরে ধীরে ক্লান্তি নামে,
দূর ময়ূরাক্ষী পেরিয়ে নৌবহর অচেনা দেশের তীরে থামে |
নেমে আসে সহস্র যাত্রী  গন্তব্যের খোঁজে খোঁজে,
পেছন থেকে একদৃষ্টে তাকায়  মাস্তুল জানিনা কি বুঝে...
ভেঙ্গে দিয়ে সম্পর্কের নোড়া আবার গড়ে সে নতুন,
পাল্টে যায় চেহারা- ছবি সব  বদলে যায় খুন |
বন্দর ছাড়িয়ে ঐ পিছে রাজপথে যখন আমি পথিক,
ভীষণ ব্যস্ত কোলাহলে আমার হারিয়ে যায় গন্তব্য দিক |
ধুঁকে ধুঁকে নিঃস্ব বুকে একসময় গন্তব্যে পৌঁছে যাই,
হিসাব করলেই দেখি বারবার ভুলে নিজেকেই  হারাই |
ভুলতে ভুলতে আপন সব ভুলি  শৈশবের খেলার মাঠ,
আবার ফিরতে চাই স্মৃতিকুঞ্জে যখন ছুঁই বয়স ষাট |
ফিরে আসি বন্দরে হয়তো ফেলে যাওয়া দেশকে ভালোবেসেই,
স্মৃতি চুপি বলে হেসে জানতাম একদিন ফিরে আসবেই |

(প্রকাশিত- উত্তরণ ম্যাগাজিন)