রক্তলেখায় নাম লেখার শখ আমার,
তাই তো আমি ভারতের সেনা...
সিস্টেমে ধরা জংয়ের শিকার হয়ে ,
ঝাপটাই কখনো তারুণ্যের ডানা |
পূজো-পার্বণ আমার জন্য নয়,
নয় তো আমার জন্য পরিবারের সুখ,
নিজে নীলকন্ঠ হয়ে গলায় ডালি,
সমাজের পর্যুসিত আবর্জনা-অসুখ |
ভোটবাক্স বন্দী যে চার দেওয়ালে,
সে প্রাচীরের রুক্ষ ইট আমি...
আমার রক্ত-ঘাম শুষে সভ্যতা ঘুমোয়,
তবু আমার চেয়ে আমার লাশটা দামী |
চাইনি কখনো রাতের শান্তির ঘুম,
করিনি কখনো হৃত সন্মানের খোঁজ,
তবু আমায় ভাবো শত্রু বলে...
মাইনের বিনিময়ে আমার মৃত্যু চাও রোজ |
করোনার বিধিনেষেধে সবাই যখন ঘরে,
জীবনের মূল্য অনেক তাই রাস্তায় বেরোনো মানা,
আমি তখন পরিবার ছেড়ে রাস্তায় রোদে,
সে গল্প ভুলেছো সবাই সেটাও আমার জানা |
আমার দায়িত্বপালনে পিছু হঠি না তাই,
আমার ভাগ্যে জুটেছে যুগে যুগে কাঠের কফিন,
আমার খাঁকি সেজেছে আজ টাটকা লাল রক্তে,
খাঁকি তাই অপারগ মেটাতে রক্তের রঙের ঋণ |