আমার ভ্যালেন্টাইনস দিবস প্রাণহীন,
পুলওয়ামায় সহোদরের..
মৃতদেহের ভিড়ে,
অযাচিত হিংসা ছড়িয়ে নীল শিরায়,
অমানুষের উল্লাস...
রক্তনদীর তীরে |
কেউ বা ব্যস্ত ফেসবুকে প্রেম নিয়ে,
কেউ বা ব্যস্ত...
রাজনীতির খেলায়,
ছোট্ট খুকি জানেও না বাবা নেই আর,
অনাথা ভাসে মায়ের অশ্রুজলে...
ভাঙ্গা স্বপ্নের ভেলায় |
বার বার শুধু কি মরবেই ওরা ?
ঠাঁই পাবে নাবালক ছেলের...
সরু সিক্ত কাঁধে |
তবে কি মিথ্যা হতে দেবো..
নেতাজীর লালিত আদর্শ,
যা আজও নিভৃতে কাঁদে |