দেও-এর স্রোতে ভেসে ভেসে,
জম্পুইয়ের বুকে গা এলিয়ে দেওয়া...
আমার নতুন অভ্যেস |
তারই মাঝে উঁকি মারি অতীতের চোরাগলিতে,
ডিজিটাল চশমার ফ্রেমটা নামিয়ে...
মনে হয় স্কুলের দিনগুলিই ছিল বেশ |
স্কুল করে যখন কলেজে রওনা,
এসেছিল কোন এক ভুলের প্রেম...
তছনছ হয়েছিল আমার ভেতরের আমি,
নব্য কলেবরের কলরব গেছিল থেমে...
নিষ্ঠুর অথচ বাস্তবের মুখোমুখি জীবন,
যেখানে আবেগ অর্থহীন মেকি সামেয়িনাই দামী |