ভীষণ রাগ মনের কোণে জমা হতে হতে হঠাৎ যখন বিদ্রোহের আকার লয়;  তখন আমার ফিরিঙ্গি নয় শুধু মায়ের ভাষার দরকার হয় |

মা-বাবা থেকে কয়েকশো মাইল দূরে থেকে যখন পেটের তাগিদে মনের খোরাক হারিয়ে নিষ্ঠুর ভোররাতে শুদ্ধ বাংলা ভাষায় মা বলে ডেকে উঠি তখন হাতড়ে পথ চলার শক্তিটুকু পাই |

যখন ফেসবুকে অধিকারের বাঁধনটুকু ছিঁড়ে যাওয়া প্রাক্তনীর মুখখানি দেখি সহজেই গেয়ে উঠি-সখী,ভালোবাসা কারে কয়...

আধুনিকতার মেকি খোলসে পথভ্রষ্ট বাঙালীরা যখন বলে বাংলাটা ঠিক আসে না ; রক্তচক্ষু নিংড়ে জানিয়ে দেই-  মূর্খ , তুমি জানোনা  বাঙালী কি জিনিস !