আজ মেঘলা আকাশের বুকে সাদাকালো মেঘের আনাগোনা,
দেখে মনে হয়...
যেন আমার মতই মেঘের দল পথভ্রষ্ট,দিগভ্রান্ত..
হয়ে পালাচ্ছে দূর দূরান্তে...
কখনো দেখা না হওয়া অপরিচিত...
অথচ কাঙ্খিত সঙ্গীর কামনায়  |
আমার শ্বাসপ্রশ্বাসে আজ নেই
শরতের শিউলির ঘ্রাণ
আছে আমার দুআঁখিতে....
ক্রুদ্ধ বর্ষার বাঁধভাঙ্গা তীব্র অভিমানী স্রোত......
ভেঙ্গে দিতে সব অহঙ্কার !
না কোন মানুষের নয়,বরং সেই মূহুর্তের..
যখন কেউ খুব পরিচিত থেকে
হঠাৎ অপরিচিত হয়ে উঠে |
সর্বত্র এত আলো ,আনন্দ আয়োজন
এ সবের মাঝে  যেন তীব্র আকুতি...
একটু শান্তির,না শুধু শান্তি বলা ভুল
একটি সমৃদ্ধ শান্তিময় জীবনের |
যে জীবনের পৃথিবীতে আমি হব রাজাধিরাজ..
সব চাওয়া পাওয়ার হিসেব থাকবে আমার হাতে ,
আর সে হিসেব মেলাতেও পারব আমার মনমত |
এসেছিল ছলনাময়ী মরীচিকার প্রেম,
আমার ভূলের যৌবনে...
বসন্ত হয়ে উঠেছিল রঙ্গীন,
একবার নয়,বারবার পড়েছি প্রেমে...
প্রতিদিন,পারলে প্রতি মূহুর্তে,
কিন্তু কিছু সময়েই বুঝলাম...
সব ছিল শুধু প্রাণহীন শরীর,
মন যোগ করতে বুঝি ভুলে গেছিল...
আমার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা  |
তবু সেই যে স্বভাব...
আশায় বাঁচে চাষা ,
কত বন্ধু,বান্ধবী,আত্মীয় পরিজন...
সব সম্পর্কই ক্রমাগত হয়েছে পোশাকি |
অল্পদিনের সুখের পায়রা সবাই,
তাই জীবন আমায়ও শিখিয়েছে হতে মেকি |
তবু মন  যে দুর্বার...
মানে না  বাঁধা হাজার ,
লালনের সুরে মিলায়ে সুর,
আবারও আশায় গলা ছেড়ে গায় সে মনে...
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে |