আকাশ থেকে আসলে নেমে মনখারাপের রাত...
দুঃখ-সুখের দাঁড়িপাল্লা মাপে দুটি হাত,
বুকের ভেতর গুমড়ে মরে ফেলে আসা স্মৃতি,
অভ্যেস থেকে নিয়ম হয় আমার একাকীত্ব প্রীতি |
নিজের সবাই পর হয় জগতের নিয়ম মেনে,
হাত দুটো বাড়িয়ে দাঁড়াই কষ্ট আগলাবো জেনে...
ভুলে যায় সবে মিলে পুরনো দিনের পরব,
খাঁক হয় এ মনের সাথে প্রিয়জনের শব |
রাস্তার মোড়ে বিক্রি হয় অতীত স্থাপত্যের অবশেষ,
স্বপ্ন বেঁচে কলম চালাই মানুষ আমি নিরুদ্দেশ..
মন ভালোর ওষুধ খুঁজি অসুখটা-কে না খুঁজে...
বিধাতা তো মুচকি হাসে সৃষ্টি তার বেকুব বুঝে |
দুঃখ ভাগের দোসর খুঁজি শীত থেকে তপ্ত গ্রীষ্ম,
যত গড়ায় জীবন বেলা হয়ে উঠি আরো নি:স্ব...
পড়ে থাকে মেঘলা রাতে প্রিয় এক গানের কলি,
মনখারাপের মেঘলা রাতে তারেই আমি ফাগুন বলি |