পরিযায়ী স্বপ্ন আঁকা থাকে আকাশের বুকে,
আমি মাটি থেকে তার আদলে ঘর বাঁধি,
সে ঘরে বসতি করে ছোট্ট ছোট্ট ইচ্ছের ভীড়,
মা উনুনে ভাত সেদ্ধ করেন অহরহ...
বাবা ছাদে ফুলের টব বসান সৌন্দর্য বর্ধনে,
স্ত্রী খুঁজতে থাকে নামের সাথে স্থায়ী পদবী |
দেয়ালের চুনকামে চাপা পড়ে প্রতিবেশীর হিংসে,
সবাই একসাথে থেকেও ভর করে একাকীত্ব,
তবু রাতের আকাশে চাঁদ উঠে ভোরে ফুল ফুটে,
ব্যালকনিতে আলো ঠিকরে পড়ে ফুলের সুগন্ধ আসে,
চাহিদার স্বভাবে তবু বাড়তে থাকে ঋণের বোঝা...
সেই বোঝা টানতে টানতে হারিয়ে যায় পরিযায়ী স্বপ্ন দূত ...