সময়ের অস্থিরতায় মাঝরাতে হঠাৎ..
বিবর্ণ ফ্যাকাশে সি অফ ট্রানক্যুলিটি |
কিছু অধরা স্বপ্নগুলো পথ হারিয়ে হাত হাতড়ায় পরিত্যক্ত কোনো স্টেশন চত্ত্বরে |
সেখানেই এক পরিব্রাজকের হাত ধরে বিজয়ধ্বজ উড়ায় অখ্যাত এক সেলিব্রিটি,
তিনতলাতে পৌঁছে গিয়ে টার্মিনোলজিতে প্রায়ই গোল বাঁধায় সে |
তবু কোনো ভ্রুক্ষেপ ছাড়াই এগোই গন্তব্যের পথে,
চেয়ে দেখি রাস্তার ধারে রং মেখে সং সাজা কিছু অদ্ভূত ভেকধারীদের চরম নগ্নতায় শরমে মুখ ডাকে আমাদের গর্বের রবীন্দ্রনাথ |
মিডিয়া জুড়ে লড়াই জমে পক্ষে-বিপক্ষে প্রতিবারের মতো,
কিছুদিন পর থেমেও যায়...
দেশ, জাত,ধর্ম সবাই বিভেদ ভুলে মেতে উঠে,
দাঙ্গা, রক্ত আর শরীরের নেশায় ...
এমন ব্যস্ততায় আমার আর লেখা হয়ে উঠেনা কোনো এক মাস্টারপিস |