অনেকদিন দেখা হয় না প্রেয়সীর সাথে...
যাওয়া হয় না একসাথে ধূসর প্রান্তর ছাড়িয়ে দিগন্তরেখার কাছাকাছি,
কথা হয়েছিল বসন্তের কোনো বিকেলে সুগন্ধী প্রসূনে সাজাবো তোমার খোঁপা,
রাখা হয়নি রূঢ় পৃথিবীর বাস্তব মেনে সে কথা |
ভালোবাসা কেমন জানি ছন্নছাড়া লাগে বেরঙিন ক্লান্ত ভোরে,
প্রতি রাতে আশায় বুক বাঁধি এক নতুন ভোরের প্রতীক্ষায়,
ভাবি কালই বুক ভরে নেবো একবুক মুক্তির নিঃশ্বাস,
আসে না সে কাঙ্ক্ষিত সকাল |
অপেক্ষাতে বয়স বেড়ে যায় নিয়ম মেনে,
খিটখিটে স্বভাবে বদলে যায় বন্দী আকাঙ্ক্ষার অপূর্ণ শর্ত;
না জানি আর কত আত্মত্যাগে হয়ে উঠবো...
তোমার ফুরফুরে যুবক প্রেমিক থেকে কোনো ভীষণ ব্যস্ত শহরের এক মহীরূহ ....