চলো দুজনে চলে যাই দূরে কোথাও,
যেখানে সোনালী ধানক্ষেত দিগন্তে মিশে যায়-
সেখানে বাঁধি এক ছোট্ট প্রেমের কুটির,
যেখানে দিনের ক্লান্তি স্বচ্ছ ঝিলের গহনে হারায় |
ভালো লাগেনা আর এ বিভেদ ভরা দেশ,
চেনা মানুষের অচেনা চেহারায় আমার ভীষণ ভয়..
চেয়েছিলাম এক ভালোবাসা ভরা গোটা পৃথিবী..
কই একবিংশের পৃথিবীটা তো আমার নয় |
তোমার পরিচয় আমার পরিচয় মানুষ নয়,
আমি হিন্দু আর তুমি নিতান্তই মুসলমান-
ধর্মের যাতাকলে যুগযুগে পিষ্ঠ মনুষ্যত্ব,
স্বার্থের নখরিকুঞ্জে সংজ্ঞাহীন মানুষের ইমান |
চলো দুজনে চলে যাই দূরে কোথাও,
যেখানে মানুষ বিহঙ্গের সুরে সুর মিলিয়ে বাঁচে...
অপরিচিত সে দেশে তুমি-আমি বাঁচবো প্রাণ খুলে,
আমাদের নিয়তি লিখনের সাধ্য সেখানে কার বা আছে?