লিখে যেতে পারলাম না কোনো অমরকাব্য...
ছুঁতে পারলাম না আপামর মানব হৃদয়,
অর্থহীন জীবনের প্রচলিত ভিড়ে ...
খুব পাই মা হারিয়ে যাবার ভয় |
হয়তো আমার ছন্দে ফুটে না ফুল...
ফুটে না কোনো কাতর মুখে হাসি ,
তবু অপরূপ আকাশের রামধনুর রঙে...
আমি কবিতার সাগরে ভাসি |
ভাবি এইতো ডায়েরীর পাতা রাঙানো হল...
আমার সৃষ্টিধারার সোনালী স্রোতে ,
তবু আবার ভাঙে ভগ্ন হৃদয়...
যখন সৃষ্টি গড়ায় রাস্তায় মাটির ধূলাতে |
এরই মাঝে হঠাৎ থমকালো জীবন...
ভাবী ধ্বংসের আগাম ভয়ে ,
বুঝলাম হাতে সময় খুব অল্প...
কেটে যাবে না পাওয়ার বেদনা সয়ে |
বাবার রক্তের দামটি আজও হয়নি দেওয়া...
মুখ থেকে মায়ের আঁচলের দাগও যায়নি ধুয়ে,
দেখা হলনা এখনো কোনো নিভৃত সন্ধ্যায়..
আমার প্রিয়ার সুন্দর মুখখানি ছুঁয়ে |
দুর্যোগ শেষে নতুন শুরুর তাগিদে জীবন...
অমানুষ ক্ষয়ে মানবতা পাক্ রক্ষা...
কবি তোমরা লিখে যাও মহাকাব্য,
আমার থাকুক কেবল সঠিক সময়েরই অপেক্ষা |