ভালোবাসি বোঝাতে পারিনি হয়তো কোনোদিনও আমার খামখেয়ালীপনার স্বভাবে,
হারিয়ে গেছে জীবনের অনেক কিছু শুধু তোমার ঘড়ির সময়ের অভাবে..
আজ মাঝে হাজার আলোকবর্ষের ওপারে তুমি ধ্রুবতারা ,
বিশাল আকাশে তোমায় খুঁজে ক্লান্ত আমি পথিক ছন্নছাড়া |
পাল্টে গেছে সময় , নদীর বাঁকা পথ, বদলে গেছে ক্ষণ ,
তবু আজও একাকী সন্ধ্যেজুড়ে তুমিই আমার প্রিয় আপনজন |
হয়তো বদলে গেছো তুমি ,বদলে গেছে তোমার গান গাওয়া,
বদলাইনি আমি আজও সেই একই রয়েছে সেদিনের চাওয়া |
তোমাকে চাইতাম খোলা ভোরে, হৈমন্তী দুপুরে কিংবা স্নাত বর্ষায়,
তোমার দেওয়ালঘড়ি জুড়ে স্মৃতি হয়ে থাকতে চাইতাম খোলা নকশিপাতায়,
হতে চাইতাম তোমার ঠোঁটের লাল রং, কখনো বা বৃষ্টিসাজে ভেজাতাম তোমার চুল,
কখনো হতাম তোমার কন্ঠে সুর আমি কখনো বা অভিমানী দুল |
কখনো অভীষ্টের ফিরতি পথে হতাম জমানো অভিমান,
কখনো তোমার মঞ্চে উঠার পথে আমি ছদ্মবেশী সোপান |
তোমার নীল রঙা ওড়নায় খেলতাম হাওয়া বেশে প্রেমিকের মনে,
তোমার কপাল ঘাম মুছে দিতাম ভীষণ একাকী ক্ষণে |
কখনো রাত জাগা স্বপ্ন হতে চাই তোমার মায়াবী দুচোখে,
ছোট্ট নীড়ে বেসাতি স্বপ্নেরা সাজুক ভীষণ লাজুক সুখে |
তোমার মায়াবি চোখে কাজল সাজতে চাই তোমার অলংকারে,
আগুনে পুড়ে মাটির প্রদীপ হতে রাজী তোমার দুর্ভেদ্য অন্ধকারে |