সেই একদিন শ্রাবণের ঝরঝর বিকেলে হৃদয়ঙ্গম সন্ধি হয়েছিল বৃষ্টির সাথে...
বৃদ্ধ বুকটার দরিদ্র হৃদয়ে ব্যথা জমলে কিছু না বলেই ধুঁয়ে নিয়ে যাবে শান্ত কোনো রাতে...
কই বৃষ্টি তো সে কথা রাখেনি |
আগে যখন হাঁটতে যেতাম মায়ের হাত ধরে,
আকাশটা হেঁটে চলত প্রতি পদক্ষেপে...
কথা হয়েছিল চরম একাকীত্বেও পাশে থাকবে সে,
কিন্তু আজ বুঝে গেছি সে সবই প্রতারণার বুলি...
বিশাল আকাশও তো তার দেওয়া কথা রাখেনি |
শৈশবে স্বপ্নের প্রস্ফুরণ ঘটত পেন্সিলের ডগায়,
হতাম রাজা মহারাজা ইচ্ছেমতো কল্পনার রাজ্যের.
আজ বড় হয়ে  হারিয়ে গেছে আমার রাজ্য,সৈন্য সামন্ত সব...
দাম নেই তাই আমার অলীক স্বপ্নিল আবেগের,
কথা রাখেনি খোদ আমার নিজের শৈশবটাও |
স্বপ্ন ছিল হবো খুব বড় কিছু নেপথ্যে থাকবে কোনো প্রেম,
মহানগরের গলিপথে সব স্বপ্ন লুকিয়ে রেখেছে ময়লার স্তূপ...
সময়ের গভীরতায় আটকে গেছি কালচক্রের চক্রব্যুহে,
স্বচ্ছ আয়নার বুকেও কেমন ফ্যাকাশে আমার প্রিয়ার মুখ...
প্রেমের প্রতিশ্রুতিও তো কথা রাখেনি তার |
আমার স্বপ্ন,ইচ্ছা, শখ সব মিলেছে ধূলায়...
অবুঝ মনের অভিমান বাস্তবের সাথে লড়ে ঠিকেনি,
সবাই ব্যস্ত সবার নিজের মত স্বার্থের জগতে...
তাই কোনোদিন কেউ কারো কথাটুকু রাখেনি |