যেদিন বড়ো হয়ে যাবো...
আর শুনবো না মা তোমার বারণ,
তুমি যতই বলো যাসনা খোকা রোদ্দুরে খেলতে মাঠে,
আমি খেলতে যাবই যাব ঠিক তখন |
বাবা তখন আর বকবেনা দেখো ...
বাবাও সায় দেবে আমায় ঐদিন...
তখন তো আমি থাকবো না আর এই ছোট্ট টি,
অনেক বড়ো হয়ে যাবো সেদিন |
সকাল হলে আর বলবেনা কেউ,
উঠে পড়তে বস তাড়াতাড়ি...
বরং ন'টায় উঠে স্নান সেরে ধীরেসুস্থে,
বাবার মতো চড়বো অফিস গাড়ী |
ইচ্ছে মতো ঘুরবো একা পাড়ায়,
খাবো ইচ্ছেমতো আম-কাঁঠাল-লিচু...
সবাই বলবে বাবুমশাই ঘুরতে এসেছে,
কেউ বলবে নাতো কিছু |
এখন তো মা বেশ আটকে দাও,
বলো চড়ুইবাতি নাকি শুধু বড়রাই করে,
তখন তো হবো আমিও অনেক বড়ো...
পারবে কি আমায় আটকে রাখতে ঘরে ?
যখন খুশি বেরিয়ে যাবো বন্ধুদের সাথে,
ঘুরবো ,খাবো করবো কত মজা ;
তুমিও তখন শুধুই আদর করবে মা;
দেবে না আর আমায় সাজা |
মা, তুমি যখন যাবে রাস্তা দিয়ে...
বলবে সবাই বড়ো খোকার মা দেখো যায়,
আমার তো অনেক মজা তখন..
হয়েছি যে বড়ো কে আর নাগাল পায় ?
মা, একটা বাড়ী হলে কেমন হবে তখন?
যেখানে খোলা মাঠ মিশে আকাশের নীলে,
সেখানে থাকবে শুধু খুশি আর হাসি,
আর থাকবো আমরা তিন জন মিলে |
ভাবছি নিয়ে যাবো ভোলাদাকেও সাথে,
সারাদিন মিষ্টি বানিয়ে খাওয়াবে আমায়,
সাথে নেবো পোষা ময়নাটাকেও,
সময় পেলে সে গান শোনাবো আমায় |
পৌষ মেলাতে খুব ভিড়ে তোমাকে আর বাবাকে...
মেলা দেখাতে নিয়ে যাবো একদিন ,
ভিড় ঠেলে তোমাদের ঠাকুর দেখাবো ঠিকই,
অনেক বড়ো হয়ে যাবো মা যেদিন |