ওমিয়ামের বিশ্বাস ভেঙ্গে ভোররাতে মেঘের গর্জনে ঘুম ভাঙ্গার ভয় কি আজও পাও ?
নিশীথের ব্যথা ভুলে বহুকাঙ্খিত দিনের খুঁজে একটিবার শুধু মিলনের গান গাও |
সপ্তপদীর সপ্তসুর ভাসুক মেঘের মুলুকে ঘেরা বনের শিরায় শিরায়,
নাবিক খুঁজুক তার চেনা সুর তোমার ছেড়ে আসা বিরাগের অবিরত ধারায় |
জাহ্নবী ,শুধু একটিবার কান পাতো শিলং শৈলের অন্তরজুড়ে আবার ;
সেখানে শুনবে কোনো তরুণের সাধনার সরগম প্রেমের খুঁজে বারবার |
কালান্তরী বিদ্রোহ আর চুমু দিব্যির জুড়ে দেশান্তরী অন্য অচেনা দেশে,
সেখানেও তোমার কোমল পদধ্বনি ফিরে আসে ফিনিক্স জাতিস্মরের বেশে |