পাল্টে যাওয়া সময় দেখতে দেখতে,
চোখের কাঁচ ঝাপসা হয়ে আসছে অবিরত...
মৃতদেহের পদযাত্রায় সামিল মানুষরূপী কাক,
ক্ষমতার পায়ে পদদলিত হচ্ছে ফি-দিন মনুষ্যত্ব |

তবু যেমন চলছে চলুক এমন গা-ছাড়া ভাব,
বিষবাষ্প ছড়াচ্ছে নবজাতকের ফুসফুস লিভারে,
তর্জনী দেখো তোমার রেঙেছে লাল রক্তে...
তবু সাজছো নির্বোধ তুমি ক্ষমতার অঙ্গুলি হেলনে |

অনেক তো হলো ঘুমোনো এবার জাগো সুপ্ত বীর,
মৃত্যই অনিবার্য জেনে চলো যাই সমরে আবার....
নুইয়ে পড়া মাথা তোলার শেষ চেষ্টা করেই দেখি,
শিরদাঁড়া উঁচু করে অন্তত একবার না-কে না বলার |