রক্তের বিনিময়ে স্বাধীনতার আশ্বাস,
সাহস জুগিয়েছে একদিন...
টগবগে রক্ত ছুটেছে ধমনীতে,
সুভাষকে বোঝা কঠিন !
সাম্রাজ্যবাদী আভিজাত্য মেশেছে ধূলায়,
ইম্ফল থেকে বার্লিন,
ক্ষুরধার ব্যক্তিত্বে উজ্জ্বলতম নক্ষত্র-
সুভাষকে বোঝা কঠিন !
ঘুমন্ত দেশবাসীর ভেঙে দিয়ে ঘুম...
দিয়েছো স্বপ্নের শৃঙ্খলহীন দিন,
চাওনি তুমি বিনিময়ে কিছু...
সুভাষকে বোঝা খুব কঠিন !
ঠেলেছো দূরে আয়াসের জীবন,
স্বাধীনতা সমরে হয়েছো লীন ,
সমর শেষে নেই বীরত্বের দাবী..
সুভাষকে বোঝা খুব কঠিন !
নির্ভীকতার তুমি দিয়েছো পাঠ,
মাতৃভূমির চুকিয়েছো সব ঋণ,
করোনি কখনো মসনদের দাবি ...
তোমায় বোঝা খুব কঠিন !
নেতা আজ শ'য়ে শ'য়ে,
তবু দেশ এক "নেতাজী"হীন,
আসবে না বুঝি ফিরে একবার...
সুভাষকে বোঝা সত্যিই কঠিন |