চলো রে বন্ধু সৈন্য দল,
আজকে ভীষণ প্রলয় হবো,
হাতে তুলো যতো অস্ত্র তরবারি,
আজকে আবার আগুন ছুঁবো |
চলো রক্ত নেশায় মাতি সবে,
লাগলে সমরে মুন্ডু দেবো,
তবু হবো না পিছপা আজ,
শত্রু তোমার প্রাণটা নেবো |
অনেক মায়ের আঁচল ভিজিয়ে,
স্বাধীনতার মহা সুখটি পেলাম,
ভারতমাতা তোমার নামেই আবার,
না হয় নিজের জীবন দিলাম |
তবু মায়ের কান্না ঘুচাবো আমরা,
আমাদের চোখে আগুন আছে,
ধৈর্য ধরো মা তোমার ছেলে,
ভীষণ কাল প্রতিপক্ষের কাছে |
চোখ রাঙানো যত রক্তশাসন ,
মাথা নামিয়ে কথা বলো,
নিপাত যাক তোমাদের বাড়াবাড়ি,
নইলে এবার বুলেট গিলো |
আমার ভারত ধৈর্য দেখায়,
ভেবো না ভুলেও আমরা ভীত,
যদি রুখে দাঁড়াই খালি হাতেও,
জেনো সেদিন তোমরা পরাজিত |
যুগে যুগে অনেক বিদেশী,
এসেছে গেছে সময়ের ভিড়ে,
হুন-পাঠান-ইংরেজ সবাই,
গেছে হটে ভারতের হুংঙ্কারে |
আমরা বিবিধতার ঊর্ধ্বে ভারতসন্তান,
ঘুচাবো মায়ের সব দৈন্য,
ভারতমায়ের প্রতাপে কাঁপবে বিশ্ব,
যতদিন আছে ভারতের বীরসৈন্য |
(মিছিলের মুখ" সংখ্যায় প্রকাশিত)