দশ টাকা মাসিক মাইনের বিনিময়ে ...
বেঁচে দিয়েও খুশি জীবনের সব শখ আহ্লাদ,
সারাটা দিন রাত্রি গোলাম সেজে আছি...
কালচক্রের গোলকধাঁধায় বন্দি আমার সাধ |
দেখেছি হারাতে স্বচক্ষে জ্বলমল স্বর্ণের লোভে,
তীব্র প্রাণশক্তির সবুজের আবরণ,
তবু ছিলাম সেজে বোবা বধির দর্শক...
যখন ধীরে ধীরে ফিঁকে হচ্ছিল জীবনের বাসন্তী রং |
তবু বুঝেছি এ নিষ্ঠুর সিস্টেমের মাঝে ,
নেই দাম মানুষের আমি কেবল এক যন্ত্র নিথর...
তাই আমার চেয়ে বলীয়ানের ভয়ে নিজেও সেজেছি শোষক,
চালিয়েছি যত অত্যাচার আমার চেয়ে দুর্বলের উপর |
বিবেক টা কেঁদে যেত, অন্তরাত্মা মুক্তি চাইত...
এ শিকল বন্দি জীবন থেকে...
তৎক্ষণাৎ জেগে উঠত কর্তব্য বোধ ,
সব ছেড়ে কোথায় যাব মা-বাবাকে রেখে ?
অর্থের অর্থ উপলব্ধি করেছি শৈশব থেকেই...
তার জন্যই আবার মেনে নিয়েছি সিস্টেমের ডং,
তীব্র অভিমান বুকে আমি এক অভিমানী পথিক...
সব মিথ্যাচারের আড়ালেও খুঁজে যাই জীবনের রং |

(প্রকাশিত)