তোমার আমার পরিচয়..
দুজনেই সৈনিক জীবনযুদ্ধের |
দুজনেই বিশ্বাসঘাতক সেজেছি বহুবার,
প্রতারিতও হয়েছি বারবার |
যখন তুমি বদলে গেছিলে আমার বদ অভ্যেসে,
তখন তুমি প্রতারক আমি প্রতারিত |
যখন গুটিয়ে নিয়েছি নিজেকে দায়িত্বের ভয়ে,
তখন তুমি অসহায় আমিও পরাজিত |