আমি অন্যদের মতো আকাশের চাঁদ এনে তোমার হাতে দিয়ে ভালবাসি বলতে পারি না |
আমি পারি না তোমার মতো দুচোখের কোণে এক সাগর জল নিয়ে  তোমায় ভালোবাসি বলতে |
আমি কোনোদিনও ভরদুপুরে এক গোলাপ বাগিচার মধ্যিখানটায় দাঁড়িয়ে ভালোবাসা প্রকাশ করতে পারিনি,
আরো পারিনি শাহজাহানের মতো ভালবেসে তোমার নামে কোনো তাজমহল বানিয়ে যেতে,
আমি পারি খুব সহজভাবে আমার মতো ভালোবাসতে ...
আমি পারি তোমার খুশি-দুঃখের মাঝে আমার ভালোবাসা খুঁজে নিতে,
অথবা তোমার দুচোখে জমা অভিমান সহজেই বুঝে নিতে...
আমি পারি বড্ড যত্নে তোমার স্মৃতির পসরা গুলি সাজিয়ে রাখতে আমার ইচ্ছেজুড়ে,
পারি আমি তোমায় বিশ্বাস করে কয়েকযুগ কাটাতে তোমার পথ চেয়ে অপেক্ষা করে করে,
আমি পারিনি অনেক কিছুই কিন্তু ওরা কেউ পারবে না আমার মতো তোমায় এতো সহজভাবে ভালো বাসতে...