হয়তো বিশাল তোমার গোমতী,
অনেক গভীর তার চোরাস্রোত....
জানোনা তারও গভীর আমার প্রতীক্ষা,
আরও বিশাল আমার প্রেম বোধ |
হয়তো বিশাল অট্টালিকা আছে তোমার,
কত অনুভূতি মরে তার চাপায়..
অমর তবু জেনো মৃত প্রেমিকের চাওয়া,
ক্ষমতার জোরে তাকে চাপা দায় |
প্রয়োজনে জীবন বাজিতে প্রস্তুত,
বার বার মরা প্রেমিকের রোজকার অভ্যাস...
রেঙে যাক্ আমার রক্তস্রোতে গোমতীর তীর,
প্রেমের বিজয়ধ্বজ সাজুক এক শ্রান্ত লাশ |
যত ভুলার ভান করি মিছে মনে পড়ে স্মৃতি,
তুমি তো সুখের স্বর্গে ভুলে গেছো খেলার সাথী...
দাঁড়িয়ে নীরবে দেখি দুর্নিবার নদীর আবেগ,
উৎসকে ভুলে চর নিয়ে ব্যস্ত বিশাল গোমতী...