ভালোবেসে যাই আমি নরকের কাছাকাছি,
তোমার চাহনিতে খুঁজি শান্তি মিছেমিছি,
ইচ্ছে যতো ভাসে সব নগর নর্দমার জলে,
আগামী আশ্রয় খুঁজে ভ্রমে প্রেয়সীর কোলে |
সভ্যতা উঁকি মারে ধীরে ঘাড় নেড়ে,
দূষিত হাওয়ায় ছদ্ম নতুনের ফানুস উড়ে,
পরিবর্তন মাথা চুলকায় দরিয়ায় দাঁড় বেয়ে,
বিদ্বেষ ঘুচায় বাউল মিলনের গান গেয়ে |
সম্ভ্রম চুঁইয়ে পড়ে রসাতলে আভিজাত্যের আড়ালে,
ক্ষুয়িষ্ণু চাঁদ আঁধার ছড়ায় বিভেদের বেড়াজালে,
নাটকী অভিমান লুকায় মুখ প্রিয়ার কদর্য মুখোশে,
এমনিভাবে কেটে যায় আয়ু অবহেলিত আপোষে |



(প্রকাশিত- দিগন্ত প্রকাশনীর "ধ্বনি" ম্যাগাজিনে প্রকাশিত)