অভিজাত অট্টালিকা ঘেরা সীমানার দেয়ালে আটকে থাকে শ্রমিকের নুন ঘামের আর্তনাদ,
পারিপার্শ্বিক আতরী সুগন্ধে চাপা পড়ে লাজহীন কঙ্কালসার নারীর মাসিকের দুর্গন্ধ,
বাবুর বাড়ির বিয়েবাড়ীতে বর যাবার পথের জঞ্জাল ঢেকে রাখে নগর নিগম চিকচিক পর্দার আড়ালে,
তবু মনের ময়লা ঢাকা থাকে না দামী গয়না পোষাক আর অলংকারের ভারে |
প্রতারিকা মেঘ ঝরে পড়ে হঠাৎ আয়োজন ভাঙ্গতে নিজের আপন ছেড়ে বিশাল সমুদ্রের টানে,
চরিত্রহীন সমুদ্র ধরে রাখেনা আজীবন সর্বস্ব ছেড়ে তার বুকে ঝরা বারিধারাকে,
ফিরিয়ে দেয় বারবার আকাশকে হয়তো নিজের প্রতিবিম্ব ভেবে নীলরংকে ভুল করে,
তবু পুরনো মেঘ শুধু সৃষ্টির খাতিরে সব অভিমান ভুলে আপন প্রতারিকাকে টেনে নেয় আবারো হারাবে জেনে |
নিদ্রাহীন রাত পাহারা দেয় চাঁদ কোনো এক গাঁয়ের বিরহ সওয়া প্রেমিকের কান্নায়,
ভোর রাতে জেগে উঠে সৃষ্টিতে মাতে পাশাপাশি বাড়ির দুই কৃষক আর কবি,
সারাদিন মাঠে লাঙ্গল চষে কৃষক যেভাবে মাটির ঘুম ভাঙ্গায় চিরাচরিত নিয়ম মেনে,
গভীর রাতে কবি সেই চিরাচরিতের নিয়ম ভাঙ্গে কল্পনায় কোনো সংযমহীন সঙ্গমে...