অভাগী হুল্লোড়ে চাপা পড়ে শহরের আর্তনাদ,
আচমকা জৌলুস হারায়  ব্যস্ত প্রাণের বিষাদ,
নীরবতা ভাঙ্গে বাঁধ অনিচ্ছার গা-ঘেঁষে,
মৃত্যুপুরী সাজে অহরহ জীবিত শহুরি বেশে |
নখদন্তে লেগে থাকে তোমার রক্তের দাগ,
পোষাক জুড়ে রীতিমত মিছে আদুরে সোহাগ,
পার্কস্ট্রিটের রাস্তার মোড়ে দমকা হাওয়ার তোপ,
তবু ভীষণ একলা থাকা বুঝি মানসিক অসুখ |
ফুরিয়ে যায় উনুনের গ্যাস আপেক্ষিক অভিমানে,
সময় জানায় সেও ফুরোলো আমার কানে কানে,
ছুরির ফলায় লেগে থাকা তরকারি বিকোয় বেশি দামে,
ব্যর্থ প্রেমিক মাতাল সাজে রাতে উইস্কি আর রামে |
তোমার  আবার পরিপাটি সংসার সম্পর্কের উষ্ণতা খুঁজে,
আমার দুর্ভিক্ষের বুকের আগুন একটু শীতলতা খুঁজে |
অভাবি আমার ইচ্ছে  উঁকি মেরে একটা নরম বুক চায়,
কালো দিনের অভিজ্ঞতার নিরিখে বোকা মনটা ভিরমি খায় |
চোখ পড়ে দেওয়াল ক্যালেন্ডারের লাল দাগানো দিনে,
বেশ তো যাচ্ছে দিন গুলো কিচেন মেনুর আলু আর বিনে,
খোলা ফাইলের কাগজগুলো অসাবধানতায় হাওয়ায় উড়ে,
শুধু পড়ে থাকে বেহায়া মূহুর্তগুলো চরম উপেক্ষায় স্মৃতিকুঞ্জ জুড়ে...