কবিতা থেকে হঠাৎ সব প্রেম উবে গেলে, পড়ে থাকে কিছু ক্ষতচিহ্ন।
সুন্দরী প্রেমিকার চেহারার আড়ালে বেরিয়ে আসে স্বার্থান্বেষী এক কদর্য রূপ;
পরিস্থিতির কদর্যতায় মাঝে মাঝে ফিরে যাই মাঝপথে কোনো এক অনাবিষ্কৃত ছায়াপথে |
মাঝে মাঝে মনে হয় অনাবশ্যক জেদের চেয়ে বিনা শর্তে হেরে যাওয়াই শ্রেয় তোমার সম্মুখে |
এক দমক হাওয়ার বেগে তবু প্রাণ পাক তাজা প্রতিবাদের নিঃশ্বাস...
শরীর থেকে বিবেক উবে গেলে পড়ে থাকে কেবল খামোশ লাশ |