যতই রাখো আড়াল করে,
নইকি তোমার প্রিয় ?
ফেলে আসা দিনের কাছে,
জানতে শুধু চেও...
রাগ ভাঙ্গানোর সেই কবিতাটা,
মনে নিশ্চয়ই আছে ?
আমার চেয়ে আপন বেশী ,
ছিলোনা কেউ কাছে...
সাদা সিধে ছিলাম বেশী,
ছিলাম ভাবের কবি,
হাজার যুগ পরেও আমি,
রাখি বন্ধুত্বের দাবী...