বৃষ্টি বিকেলে অপু গালে সোনা রোদ মাখে,
তা দেখে ছেলেবেলার দিনগুলি আমায় পিছু ডাকে। কোথায় সেই খেলার মাঠ, কোথায় বাউল সুর, জীবন আজ বড় জটিল, বন্দী খোলা ভোর।
কেউ জাগায় না আর খোকা বলে আমায় ঘুম থেকে, রেখে এলাম স্মৃতিমেদুরে কাহন হাঁসুলি কথার বাঁকে।
আছে বুঝি স্কুল দোরে আজও নামটি লেখা,
নাকি পুরান কথা রং মেখেছে যায় না আর দেখা। আজও বুঝি নদী কাঁদে বিকেলে আমায় না দেখে, নাকি সেও ভোল বদলে নতুন বন্ধু পেয়ে তারই ছবি আঁকে,
হঠাৎ যেন ভাঙ্গে আবেগ পিছে কার ডাকে,
চেয়ে দেখি অফিসের বস আমায় গলা ছেড়ে হাঁকে...