হই যদি ব্যাপ্ত আকাশ,
বুকে মেঘ হয়ে উড়ো...
নীল খামে ইচ্ছে ভরে,
প্রেমের ঘরটি গড়ো |
হই যদি বিশাল বট,
তুমি পতত্রী হয়ে বসো,
ডানার ঝাপটায় ঘোর ভেঙ্গো..
যদি আমায় ভালোবাসো |
যদি হই উঁচু পাহাড়,
আমার হৃদয় ছুঁয়ে ঝরো,
ভাসিয়ে নিও শিলার চূর্ণ...
সাথে ইচ্ছেও যদি পারো |
যদি হই চোখের মণি,
তুমি স্বপ্ন হয়ে থেকো...
স্বপ্ন তুলির মুক্ত টানে,
আমায় তোমার মনে এঁকো |
যদি হই বসন্তের কোকিল,
কন্ঠে হইও বসন্তের কুজন..
ভাগ্যক্রমে হলে সাগর-নদী...
ভাসবো সাথে অজানায় দুজন |